আইসিসির আয়ের সবচেয়ে বড় অংশটাই যাচ্ছে ভারতের ঘরে। ২০২৪-২৭ চক্রে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির মোট আয়ের ৩৮.৬ শতাংশই পাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই হিসাবে প্রাক্কলিত বার্ষিক ৬০ কোটি মার্কিন ডলারের মধ্যে ভারত পাচ্ছে মোট ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮২৪ কোটি টাকার বেশি।
তবে এই বিপুল অঙ্কের টাকাকেও যথেষ্ট মনে করছেন না ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, আইসিসির কাছ থেকে বিসিসিআই আরও বেশি টাকা পাওয়ার যোগ্য।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘ভারত যা পায় সেটি ঠিকই আছে। আমি তো মনে করি ভারতের আরও বেশি পাওয়া উচিত। আইসিসির যে আয় হয়, তার বেশির ভাগই তো আসে ভারতের বাজার থেকে। ভারত তার ভাগেরটা পেলে দোষ কী?’

