২০২৬ বিশ্বকাপের এখন আর এক বছরও বাকি নেই। এর মধ্যে ধীরে ধীরে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা গোছাতে শুরু করেছে দলগুলো। নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে।
ইতালিয়ান এই কোচ আসার পর প্রাসঙ্গিকভাবে বারবার আলোচনায় এসেছে নেইমারের নাম। চোটজর্জর নেইমারকে নিয়ে আনচেলত্তির পরিকল্পনা কী হবে, সেদিকেই ছিল সবার চোখ। নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন আনচেলত্তি।
তবে আনচেলত্তি চাইলেও ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ চান না নেইমার বিশ্বকাপে খেলুক। ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’র এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

