শুধু জনপ্রিয়তা নয়, আয়ের দিক থেকেও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় খেলাগুলোর একটি টেনিস। নোভাক জোকোভিচ থেকে হালের আরিনা সাবালেঙ্কারা গ্র্যান্ড স্লাম কিংবা অন্য টুর্নামেন্ট জিতে কেমন প্রাইজমানি পান, সেটা তো টুর্নামেন্টের শুরু বা শেষেই সবাই জেনে যান।
তবে টেনিস থেকে শুধু প্রাইজমানির হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় কার? রজার ফেদেরার কিংবা সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তিরা ক্যারিয়ারে প্রাইজমানি হিসেবে কী পরিমাণ অর্থ আয় করেছেন, সে প্রশ্ন অনেকেরই।
ক্যারিয়ার প্রাইজমানির সঙ্গে খেলোয়াড়দের মোট আয়ের পার্থক্য আছে। বিভিন্ন টুর্নামেন্টে খেলে ও জিতে খেলোয়াড়েরা যে পরিমাণ অর্থ আয় করেন, সেটা প্রাইজমানি। মোট আয়ের মধ্যে রয়েছে সেই খেলোয়াড়ের বিভিন্ন স্পনসর, এনডোর্সমেন্ট, পণ্যদূত, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাত থেকে আয়ের অঙ্ক।

